মোড়ক

শূণ্য, নিশ্চুপ, ধোঁয়ায় ভাসা
চারপাশ যেন কুয়াশায় ঠাঁসা
মানুষগুলো মরছে একা
সুযোগ পেলেই সবাই ফাঁকা।

মৃত্যু, সে তো যন্ত্রনারই
হারছে পুরুষ, হারছে নারী
স্বপ্ন ছোঁয়ার অলীক আশায়
হচ্ছে তারা হত্যাকারী।

দূর থেকে সবই দেখতে দারুণ
পাখির চোখে জীবন যেমন
কেউ সুখী নয় এই জগতে
সাদাকালো জীবন মুড়ছে রঙিন মোড়কে।