বন্ধুত্ব

পরিবেশের প্রতিটি জীবের তার জীবন কালে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জীবের সাথে একটা দেওয়া নেওয়া সম্পর্ক তৈরি হয়। এ যেন এক ধরনের বন্ধুত্ব। আর এই বন্ধুত্ব যেন মানবজীবনের অপরিহার্য অংশ। বন্ধু শব্দের সাথে জড়িয়ে আছে আবেগ, বিশ্বাস, ভরসা।  মানুষ সামাজিক জীব । সমাজে তাকে বিভিন্ন ধরনের সম্পর্কের মানুষের সাথে থাকতে হয় এর মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে সে স্বেচ্ছায় নিজ পছন্দে গ্ৰহণ করে। তাই বন্ধুর কাছে নিজেকে লুকানোর প্রয়োজন হয়না, নির্দ্বিধায় প্রকাশ করা যায়।

বন্ধুর কাছে নিজের দুঃখ প্রকাশ করে কিছুটা কষ্ট লাঘব করা যায়। এসবের পিছনে রয়েছে বিশ্বাস। আর এ কারণেই আমরা একা নই‌।

বন্ধুদের সাথে অকারণ আড্ডায় প্রাণ খুলে হাসা যায়।  দিন যত যাচ্ছে বন্ধুত্বের সম্পর্ক তত ভঙ্গুর হচ্ছে।

এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ইগো, ঈর্ষাকাতরতা, বন্ধুর ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ।

সর্বোপরি সকলের প্রতি সকলের সমান ভালোবাসা, যত্ন, নির্ভরতা ও সাপোর্ট থাকলেই টিকে থাকতে পারে একটি সুন্দর বন্ধুত্ব।