বশেমুরমেবি’র বিজ্ঞান বিষয়ক দু’টো অনুষদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি আলোচনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় maritime bsmrmu

আজ আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক দু’টো অনুষদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে।

ভর্তি পরীক্ষা

পরীক্ষা ১০০ নম্বর ও জিপিএ ১০০ নম্বর। সময় ৯০ মিনিট। পরীক্ষার মধ্যে ৪০ নম্বর লিখিত ও ৬০ নম্বর এমসিকিউ।

ভর্তি পরীক্ষা হবে যেসব বিষয়ের উপর
১. FEOS (BSc in Oceanography, BSc in Marine Fisheries):

উচ্চতর গণিত (১২ এমসিকিউ ও ৮ লিখিত; মোট ২০)
পদার্থবিজ্ঞান (১২ এমসিকিউ ও ৮ লিখিত; মোট ২০)
রসায়ন (১২ এমসিকিউ ও ৮ লিখিত; মোট ২০)
জীববিজ্ঞান (১২ এমসিকিউ ও ৮ লিখিত; মোট ২০)
ইংরেজি (১২ এমসিকিউ ও ৮ লিখিত; মোট ২০)

২. FET (BSc in Naval Architecture and Offshore Engineering):

উচ্চতর গণিত (১২ এমসিকিউ ও ৮ লিখিত; মোট ২০)
পদার্থবিজ্ঞান (১২ এমসিকিউ ও ৮ লিখিত; মোট ২০)
রসায়ন (১২ এমসিকিউ ও ৮ লিখিত; মোট ২০)
ইংরেজি (১২ এমসিকিউ ও ৮ লিখিত; মোট ২০)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১২ এমসিকিউ ও ৮ লিখিত; মোট ২০)

ভর্তি পরীক্ষা প্রস্তুতি

সার্বিক আলোচনা:

FEOS ও FET-এর এমসিকিউ অংশের প্রস্তুতি নিতে হলে ঢাবি, রাবির মত প্রস্তুতিই যথেষ্ট। আর, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায়, সেহেতু লিখিত অংশের জন্য ‘ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক’ বেশ সহায়ক হবে। ‘মেরিটাইমনলেজ’ বইয়ে গত বছরের প্রশ্ন পাবে। সেটা দেখলে ভাল ধারণা পাবে।

বিষয়ভিত্তিক আলোচনা:

উচ্চতর গণিত

উচ্চতর গণিতে এমসিকিউ টিপিক্যাল এবং কমন জিনিসগুলোই আসে। এটার জন্য ‘ভার্সিটি ক’ এবং ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ ধরণের প্রশ্নগুলো পড়লেই হবে। অন্যদিকে লিখিত অংশের জন্য ‘ইঞ্জিনিয়ারিং’ প্রশ্নব্যাংক থেকে প্রস্তুতি নিতে হবে। লিখিত অংশে বেশ বড় বড় গাণিতিক সমস্যা সমাধান করতে দেয়। ত্রিকোণমিতি ও ক্যালকুলাসে ভালো দক্ষতা থাকতে হবে।

পদার্থবিজ্ঞান

এমসিকিউ অংশে গাণিতিক সমস্যা বেশি থাকবে। তত্ত্বীয় অংশ থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে। প্রশ্ন খুব একটা সহজ হয় না, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায়। লিখিত অংশে গাণিতিক সমস্যাই আসে সাধারণত। তত্ত্বীয় প্রশ্ন তেমন দেখা যায় না। গাণিতিক সমস্যা তেমন বড় হয় না। এক্ষেত্রেও ‘ইঞ্জিনিয়ারিং’ প্রশ্নব্যাংক থেকে লিখিত অংশের প্রস্তুতি নিতে হবে।
রসায়ন

এমসিকিউ ও লিখিত-উভয় অংশেই গাণিতিক ও তত্ত্বীয়-দু’টো থেকেই প্রশ্ন আসে। জৈব রসায়ন থেকে বিভিন্ন বিক্রিয়া সমাধান করতে দেয়া, নামকরণ করতে দেয়া ইত্যাদি কমন প্রশ্ন। ‘ভার্সিটি ক’ ও ‘ইঞ্জিনিয়ারিং’ প্রশ্নব্যাংক থেকে প্রস্তুতি নিতে হবে।

জীববিজ্ঞান

জীববিজ্ঞানের এমসিকিউ অংশের জন্য সাধারণ প্রস্তুতিই যথেষ্ট। তবে লিখিত অংশের জন্য মূলবই থেকে ভালভাবে প্রস্তুতি নেয়া প্রয়োজন।

ইংরেজি

এমসিকিউ অংশে সাধারণত যেসব প্রশ্ন আছে তাই-ই আসে। গ্র্যামার, ওয়ার্ডস, ন্যারেশন, প্রিপজিশন, ট্রান্সফরমেশন ইত্যাদি টপিক ভালভাবে শিখতে হবে। ভোক্যাবুলারির দুর্বলতার কারণে অনেকেই ইংরেজিতে খারাপ করে। এটায় নজর দিতে হবে।

অন্যদিকে লিখিত অংশে একটা প্যাসেজ দিবে এবং সেটা থেকে কিছু প্রশ্ন লিখতে হবে। সচরাচর ট্রেন্ডিং টপিক থেকে প্যাসেজ দেয়। তবে কোন নির্দিষ্টতা নেই। সবশেষে একটি প্যারাগ্রাফ থাকবে। এক্ষেত্রে যেকোনো কিছুই আসতে পারে তবে বিশেষভাবে মেরিটাইম ও মেরিন সম্পর্কিত টপিক সম্বন্ধে ধারণা রাখা প্রয়োজন। কেননা এসব বিষয়ে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা থাকে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির খেতরে গত বছর ১২ এমসিকিউ ও ২ নম্বর করে ৪টি লিখিত প্রশ্ন ছিল। লিখিত অংশে একটা প্রশ্নে প্রোগ্রামের আউটপুট জানতে চেয়েছিল। কন প্রোগ্রাম লিখতে দেয় নি। তবে চাইলে দিতে পারে।

যেহেতু অর্ধেক পৃষ্ঠা বরাদ্দ থাকে একেকটি প্রশ্নের জন্য, ছোট ছোট প্রোগ্রাম দিতে পারে।
শেষ কথা

এই ছিল ভর্তি পরীক্ষার কিছু সাধারণ ও বিস্তারিত আলোচনা। এখানে মূলত বিগত বছরের প্রশ্নের আলোকে ধারণা দেয়া হয়েছে। তবে এখানে বলে রাখা ভালো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট কোন মানবণ্টন ও প্রশ্নের ধরণ নিশ্চিত করে না।

ফলে যেকোনো রকমের প্রশ্নই তারা দিতে পারে কিংবা ধরণ বদলে ফেলতে পারে। ভর্তি পরীক্ষা নিয়ে আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাও।
প্রয়োজনীয় লিঙ্ক
বিশ্ববিদ্যালয় রিভিউ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (BSMRMU) ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.bsmrmu.edu.bd

বন্ধুদের সাথে শেয়ার করো।

মুহাম্মাদ আশরাফুল আলম শিমুল
সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়
সেশন ২০১৯-২০