মেডিকেল এডমিশন ২০২১-২২ পরীক্ষার ফল প্রকাশিত (লিংকসহ)

ঢাকা মেডিকেল কলেজ DMC

মেডিকেল এডমিশন পরীক্ষা ২০২১-২২ এর ফল প্রকাশিত হয়েছে। রেজাল্টের পিডিএফ ডাউনলোড করুন এখান থেকে-

MAT 21 Results ED

বিকল্প লিংক: রেজাল্ট পিডিএফ

গুগল ড্রাইভ

ডিজিএইচএস ওয়েবসাইট

ডিজিএমই ওয়েবসাইট

টেলিটক ওয়েবসাইট

ফল বিশ্লেষণ:

1st Position –  92.5   Marks (মেয়ে):

Sumaiya Moslem Meem. 

গভ. এম এম সিটি কলেজ, খুলনা।

Pass Percentage – 79337 জন (55.13%)

ছেলে – 34833  -43.91 %

মেয়ে- 44504 -56.09 %

সরকারিতে চান্স –

ছেলে- ১৮৮৫ জন

মেয়ে- ২৩৪৫ জন

এবারের মেডিকেল পরীক্ষার প্রশ্নে আবার পরীক্ষা দিতে ভিজিট করো এই লিংকে।

মেডিকেল ভর্তির রেজাল্ট পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে দেওয়া হয়, যে নম্বর আবেদন করার সময় দেওয়া হয়েছিলো। কিন্তু পরীক্ষার্থী অনেক বেশি হওয়ায় এই প্রক্রিয়া কিছুটা দেরি হয়।

এসএমএসের মাধ্যমে মেডিকেল এমবিবিএস ডিজিএইচএস ফলাফল চ্যালেঞ্জ

যারা পরীক্ষায় পাশ করতে পারেননি বা পরীক্ষার রেজাল্ট আপনার আরো ভালো হতো বলে মনে হয় তারা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে। আবেদন করার পদ্ধতিঃ

প্রথমে টেলিটক নম্বরের মেসেজ অপশনে যাবেন।

টাইপ করবেন DGHS RSC roll

যেমনঃ DGHS RSC 233445

পাঠিয়ে দিবেন ১৬২২২ নম্বরে।

কর্তৃপক্ষ আপনাকে একটি রিপ্লাই মেসেজ দিবে। মেসেজ এ একটি পিন থাকবে। সেই পিনটি আপনার সংরক্ষণ করতে হবে।

তারপর আপনাকে আরও একটি মেসেজ পাঠাতে হবে। টাইপ করুনঃ DGHS RSC YES PIN no. এভাবে পিনসহ একটি মেসেজ পাঠান। আপনাকে পুনঃনিরীক্ষার জন্য ফি ১০০০ (এক হাজার টাকা) টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে প্রদান করতে হবে।