৬ ই মার্চ থেকে কুয়েটের প্রথম বর্ষের স্বশরীরে ক্লাস শুরু।

kuet

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২০-২০২১ইং শিক্ষাবর্ষের ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (বিএস-সি ইঞ্জিনিয়ারিং), ব্যাচেলর অব আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (বিইউআরপি) ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) কোর্সের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন আগামী ৩ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, সহ সকল অনুষদের সম্মানিত ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, সকল বিভাগীয় প্রধান, পরিচালকগণ, সকল প্রভোষ্ট, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, অন্যান্য শিক্ষকবৃন্দ, দপ্তর প্রধানগন ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং ১ম বর্ষে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, যে আগামী ০৬ মার্চ থেকে ১ম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হবে।