Campus Connector হিসেবে যোগ দিন

Logo

ইঞ্জিনিয়ারস ডায়েরি ওয়েবসাইট (www.engineersdiarybd.com) এর জন্য ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নেয়া হচ্ছে।

প্রতিনিধিদের কাজ হবে ক্যাম্পাসে অনুষ্ঠিত ইভেন্ট বা অনুষ্ঠানের তথ্য রিপোর্ট আকারে উপস্থাপন করা, যা ওয়েবসাইটে নিউজ আকারে প্রকাশিত হবে।

আগ্রহীদের ফর্ম পূরণ করতে অনুরোধ করা হচ্ছে।

https://forms.gle/MWp79ewjjbQvPmi19

Campus Connector of Engineer’s Diary
কেন হবে Campus Connector ?

১। ইঞ্জিনিয়ার’স ডায়েরি Campus Connector হওয়া মানে তোমার ক্যাম্পাসে তুমিই ইঞ্জিনিয়ার’স ডায়েরির প্রতিনিধি। আর প্রতিনিধি মানেই যে লিডার এটা জানার জন্য পলিটিক্স শিখতে হয় না। সো লিডিং স্কিল বাড়াতে এটি একটি সুবর্ণ সুযোগ।

২। প্রফেশনাল ফিল্ডে বর্তমানে Communication Skill অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ার’স ডায়েরির মতো একটি বৃহৎ সংঘটনের সাথে কাজ করে তুমি তোমার communication skill ডেভেলপ করতে পারার সুযোগ পাচ্ছো।
৩। ইঞ্জিনিয়ার’স ডায়েরি এম্বেসডর রা অন্যান্যদের থেকে সুযোগ একটু বেশি ই পায় , যার দরুন ক্যারিয়ার গঠনে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ।

৪। ভবিষ্যৎ এ ইঞ্জিনিয়ার’স ডায়েরি আয়োজন করবে ক্যারিয়ার টক সহ আরো অনুষ্ঠান। সেখানে তোমার অগ্রাধিকাতো থাকবেই।

৫। ইঞ্জিনিয়ার’স ডায়েরি এর প্রতিনিধি হিসেবে তুমি তোমার ক্যাম্পাসে আমাদের প্রতিনিধিত্ব করতে পারবে এবং যেকারো প্রয়োজনে যেকোনো তথ্য দিয়ে তাকে সহায়তা করতে পারবে।

৬। Campus Connector হিসেবে তুমি তোমার ক্যাম্পাসে ইঞ্জিনিয়ার’স ডায়েরিকে নিয়ে সেমিনার বা যেকোন ইভেন্ট আয়োজন করতে চাইলে পৌছে যাবে ইঞ্জিনিয়ার’স ডায়েরি টিম।

৭। ইঞ্জিনিয়ার’স ডায়েরি প্রতিবছর বিশ্ববিদ্যালয় গুলো থেকে এক্সিকিউটিভ নিয়ে থাকে। একজন Campus Connector হিসেবে চান্স পাওয়ার পর তুমিও এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারবে।

৮। কানেক্টরদের মূল কাজ নিজ ক্যাম্পাসকে তুলেধরা। অর্থ্যাৎ ঘটে যাওয়া ঘটনাগুলো রিপোর্ট আকারে উপস্থাপন করা, যাতে অন্যরা তোমার ক্যাম্পাস সম্পর্কে জানতে পারে। তোমার রিপোর্ট প্রকাশিত হবে engineersdiarybd.com ওয়েবসাইটে। রিপোর্টার হিসেবে কাজ করতে পারাটাই বাছাই হওয়ার মূল যোগ্যতা।

এছাড়া ও যেসব সুবিধা পাবেঃ

1. You’ll represent yourself and your Campus
2. You’ll develop soft skills.
3. You’ll learn how to work with a team.
4. You’ll get networking opportunities all over the Universities
5. You’ll gain practical experience in a safe environment.
6. You’ll be able to use the skills you’ve learned in class.
7. You’ll learn how to engage with diverse groups of people.
8. You’ll gain leadership skills.
9. You’ll get a break from your studies.
10. you will be expert at event management and public speaking
11. You’ll be able to give back to the community.
12. You’ll learn more about yourself
13. You’ll have fun!

Campus Connector হিসেবে কাজের স্বীকৃতি স্বরুপ কিছু পাবে কি?
– Yes, Certificate প্রদান করা হবে।

কিভাবে Campus Connector হবে ?
(1) তোমাকে এই গুগুল ফর্মটি টি পুরণ করতে হবে

(২) ফর্মটি ফিল আপ করে ফর্মটির লিংক বা এই নিউজের লিংক নিজ টাইমলাইনে শেয়ার করতে হবে & অবশ্যই শেয়ারকৃত লিংকের হ্যাশট্যাগ

#EDCampusConnector ব্যবহার করতে হবে ( ক্যাপশন হিসেবে) । সেই সাথে টাইমলাইন টি পাব্লিক রাখতে হবে !

(৩) FORM টি ফিল আপ করার পর এই গ্রুপে জয়েন রিকুয়েস্ট পাঠিয়ে জয়েন করবে , গ্রুপ লিংকঃ http://bit.ly/2BsxZdi

(১) রেজিস্টেশনকৃত ফর্মের যাবতীয় তথ্য !
যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে , মনোনীত ক্যাম্পাস এম্বাসেডর নামের লিস্ট সহ ফলাফল আমাদের পেজ থেকে প্রকাশ করা হবে , সেই সাথে ইমেল & ফোন এসএমএস এ ও জানিয়ে দেয়া হবে !!!

টাইমলাইনঃ
আবেদন শুরুঃ 26th March, 2020
আবেদনের শেষ তারিখঃ 31st March 2020
বাছাই ফলাফলঃ 7th April,2020

ফর্ম পূরণ শেষে যোগ দিন Campus Connect গ্রুপে [fusion_button link=”https://www.facebook.com/groups/EngineersDiaryFamily/” text_transform=”” title=”” target=”_self” link_attributes=”” alignment=”” modal=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” color=”default” button_gradient_top_color=”” button_gradient_bottom_color=”” button_gradient_top_color_hover=”” button_gradient_bottom_color_hover=”” accent_color=”” accent_hover_color=”” type=”” bevel_color=”” border_width=”” border_radius=”” border_color=”” border_hover_color=”” size=”” stretch=”default” icon=”” icon_position=”left” icon_divider=”no” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=””]CAMPUS CONNECT [/fusion_button]