বিএসসি-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের BHETI এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।

বিএসসি-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের BHETI এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁতবোর্ড কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধিভূক্ত বাংলাদেশ তাঁতশিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদীতে ০২টি বিভাগে ০৪ (চার) বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেভেল -১ , টার্ম-১ এ ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে ।

আসন সংখ্যাঃ
১ ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৪০
২ এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৪০

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতাঃ

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ জুট টেকনোলজী/গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং পরীক্ষায় ২০১৯ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ৪.০০ এর স্কেলে সিজিপিএ ২.৭৫ এবং এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৩.৫ প্রাপ্তরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ।

আবেদন জমা দেয়ার নিয়মাবলীঃ
ভর্তির আবেদন পত্র ওয়েবসাইট bheti.portal.gov.bd/www.bhb.gov.bd থেকে সংগ্রহ করতে হবে । উক্ত ভর্তি ফরম নিজ হাতে পূরণ করে ১০০০/= (এক হাজার টাকা ) নগদ জমাদান পূর্বক জমা রশিদ এবং সকল চূড়ান্ত পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রের সত্যায়িত কপি ও ০৩ কপি ছবিসহ ১০/০৯/২০২২ হতে ০৬/১০/২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বাংলাদেশ তাঁত বোর্ড, বিটি এমসি ভবন ( ৫ম তলা) কারওয়ান বাজার ,ঢাকা এবং বাতাঁশিপ্রই/BHETI, নরসিংদীতে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ।

ভর্তি পরীক্ষার নিয়মাবলীঃ

কারিগরী শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ জুট টেকনোলজী/গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং উত্তীর্ণ শিক্ষার্থীদের ইয়ার্ণ, ফেব্রিক, গার্মেন্টস এবং ওয়েট প্রসেস এর প্রতিটির প্রশ্নের ০২ নম্বর হিসেবে ১৫ x ৪=৬০ টি প্রশ্নে ১২০, রসায়ন,পদার্থ,গণিত এবং ইংরেজীতে প্রতিটির প্রশ্নের ০২ নম্বর হিসেবে ১০x ৪=৪০ টি প্রশ্নে ৮০, সর্বমোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি এর জিপিএ এর ৮ গুণ ও ডিপ্লোমা এর সিজিপিএ এর ১৫ গুণ করে মোট ৩০০ নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হবে।অত্র প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন টেক্সটাইল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট ১০ % কোটা সংরক্ষিত থাকবে। পরীক্ষা এম সি কিউ পদ্ধতিতে হবে। বিএসসি-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের BHETI এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁতবোর্ড কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধিভূক্ত বাংলাদেশ তাঁতশিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদীতে ০২টি বিভাগে ০৪ (চার) বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেভেল -১ , টার্ম-১ এ ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে ।

আসন সংখ্যাঃ
১ ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৪০
২ এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৪০

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতাঃ

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ জুট টেকনোলজী/গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং পরীক্ষায় ২০১৯ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ৪.০০ এর স্কেলে সিজিপিএ ২.৭৫ এবং এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৩.৫ প্রাপ্তরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ।

আবেদন জমা দেয়ার নিয়মাবলীঃ
ভর্তির আবেদন পত্র ওয়েবসাইট bheti.portal.gov.bd/www.bhb.gov.bd থেকে সংগ্রহ করতে হবে । উক্ত ভর্তি ফরম নিজ হাতে পূরণ করে ১০০০/= (এক হাজার টাকা ) নগদ জমাদান পূর্বক জমা রশিদ এবং সকল চূড়ান্ত পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রের সত্যায়িত কপি ও ০৩ কপি ছবিসহ ১০/০৯/২০২২ হতে ০৬/১০/২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বাংলাদেশ তাঁত বোর্ড, বিটি এমসি ভবন ( ৫ম তলা) কারওয়ান বাজার ,ঢাকা এবং বাতাঁশিপ্রই/BHETI, নরসিংদীতে
জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ।

ভর্তি পরীক্ষার নিয়মাবলীঃ

কারিগরী শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ জুট টেকনোলজী/গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং উত্তীর্ণ শিক্ষার্থীদের ইয়ার্ণ, ফেব্রিক, গার্মেন্টস এবং ওয়েট প্রসেস এর প্রতিটির প্রশ্নের ০২ নম্বর হিসেবে ১৫ x ৪=৬০ টি প্রশ্নে ১২০, রসায়ন,পদার্থ,গণিত এবং ইংরেজীতে প্রতিটির প্রশ্নের ০২ নম্বর হিসেবে ১০x ৪=৪০ টি প্রশ্নে ৮০, সর্বমোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি এর জিপিএ এর ৮ গুণ ও ডিপ্লোমা এর সিজিপিএ এর ১৫ গুণ করে মোট ৩০০ নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হবে।অত্র প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন টেক্সটাইল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট ১০ % কোটা সংরক্ষিত থাকবে। পরীক্ষা এম সি কিউ পদ্ধতিতে হবে। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হবে ।

ভর্তি পরীক্ষার তারিখঃ
০৮/১০/২০২২ শনিবার
সকালঃ ১০:০০টায়
স্থানঃ বাতাঁশিপ্রই/BHETI,নরসিংদী ।
ফলাফলঃ ০৯/১০/২০২২
ওয়েবসাইটে জানানো হবে।