বঙ্গবন্ধুর ভাস্কর্যকে যারা মূর্তি বলে, তারা ছবিযুক্ত টাকা পকেটে নিয়ে ঘোরে কীভাবে?: ধর্ম প্রতিমন্ত্রী

মূর্তি ও ভাস্কর্য এক নয় : ধর্ম প্রতিমন্ত্রী

ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রতি প্রশ্ন রেখে সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, ভাস্কর্য যদি মূর্তিই হয় তবে টাকার ভেতরেও তো বঙ্গবন্ধুর ছবি আছে।

এর আগে যারা ছিলেন তাদের ছবিও ছিল। সেগুলো কীভাবে থাকল? সেগুলো সবাই পকেটে নিয়ে ঘোরে। সারা বিশ্বে সব জায়গায় যান, মুদ্রার ভেতরে ছবি আছে।

তারা এগুলো পকেটে নিয়ে ঘোরে কীভাবে? রোববার (২৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন গত সপ্তাহে শপথ নেয়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল।

এ সময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রতিমন্ত্রী উদাহরণ টেনে বলেন, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশেই ভাস্কর্য রয়েছে। এসব ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়।

এটা নিয়ে আসলে ভুল বোঝাবুঝি হচ্ছে। তিনি বলেন, অনেকেই মূর্তি আর ভাস্কর্যের মধ্যকার পার্থক্য বুঝতে না পেরে আন্দোলন করছেন।

এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হবে বলে তিনি মন্তব্য করেন।

আরো পড়ুনঃ মূর্তি ও ভাস্কর্য এক নয় : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান