Skoltech বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

Students Studing শিক্ষার্থীরা

Skoltech, রাশিয়ার মস্কো শহরে অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এই ভার্সিটির সাথে Massachusetts Institute of Technology (MIT), এর সরাসরি কোলাবোরেশন আছে। ভার্সিটির বিশেষত্ব হচ্ছে আপনি এডমিশন পেলে আপনাকে কোন প্রকার টিউশন ফি দিতে হবে না, বরং ভার্সিটি আপনাকে প্রতি মাসে ৪০০০০-৭০০০০ হাজার রুশ রুবল প্রদান করবে খাওয়া-দাওয়া ও আনুসাঙ্গিক ব্যায় মিটানোর জন্য।

আবেদন:

একটা বিষয় বলে নিচ্ছি শুধুমাত্র মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম অফার করে ভার্সিটি। এখানে ব্যাচেলর লেভেলের কোন কোর্স অফার করা হয় না। আপনি ফল সেকশনের জন্য নভেম্বর-জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোন প্রকাশ এপ্লিকেশন ফি দিতে হবে না।
লিঙ্কঃ https://www.skoltech.ru/en/apply/

প্রয়োজনীয় কাগজপত্র:

– Online application form
– Motivation letter
– Curriculum vitae
– Two recommendation letters
– Bachelor’s degree certificate & transcript
– TOEFL/IELTS (if available)
– GRE (if available)

যে যে বিষয়ে পড়ালেখা করার সুযোগ রয়েছে:

– Mathematics and Computer Science
– Petroleum Engineering
– Applied Mathematics and Physics
– Biotechnology
– Information Systems and Technologies
– Materials Science and Engineering
– Information Technology and Engineering

এই ভার্সিটিতে এডমিশনের জন্য আপনাকে online test দিতে হবে। গণিত, পদার্থ, রসায়নের উপর MCQ পরীক্ষা নেওয়া হয়। আমি গত কয়েক বছরের পরীক্ষার প্রশ্নের স্যামপল চেক করে দেখেছি। আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় নি।

* ভার্সিটির আরো একটি ভালো দিক হলো এদের সাথে Huawei, Philips, Abbyy, Yandex, Bosch, Boeing এর মত কোম্পানির সাথে কোলাবরেশন আছে। আপনি অনেক সহজেই এই কোম্পানি গুলো থেকে ইর্নটানশীপ করতে পারবেন।

* Computer Science, Data Science, IT ফিল্ডের স্টুডেন্টের জন্য Skoltech ভালো একটি অপশন হতে পারে।

ভার্সিটির ওয়েবসাইটঃ

https://www.skoltech.ru/en/