শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বাসিন্দা মোঃ মেহেদী হাসান রাকিব গত ৩রা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

উল্লেখ্য, ছোটবেলায় বাবা হারানো মেধাবী রাকিব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ২০১৭-১৮ সেশনে ৪র্থ সেমিস্টারের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

কিছুদিন আগে রাকিব তার গ্রামের বাড়ি থেকে হোস্টেলে যান। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু ২-১দিন পূর্বে তার জ্বর, সর্দি-কাশিসহ শ্বাসকষ্ট জনিত কিছু শারিরীক সমস্যা দেখা যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

তার বন্ধুরা মিলে দ্রুত হসপিটালে নিলে, আনুমানিক রাত ১১টার দিকে দায়িত্বরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।

পরবর্তিতে কোভিভ-১৯ এর নমুনা নিয়ে, রাতেই হসপিটাল কর্তৃপক্ষ ময়নাতদন্তের জন্যে লাশ হস্তান্তর করে এবং আজ শুক্রবার আনুমানিক সকাল ১০টায় লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয় কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।

২২ বছর বয়সী নম্র-ভদ্র, সদা হাস্যমুখ ও মিশুক প্রকৃতির মেধাবী টগবগে যুবকের অকাল মৃত্যুতে তার এলাকায়, শিক্ষা প্রতিষ্ঠানে, বন্ধুমহলে, টেক্সটাইল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১১তম ব্যাচের প্রান্ত এবং ১০ ব্যাচের সোহান এর সাথে কথা বললে, উনারা পুরো ঘটনাটি প্রতিবেদকে জানিয়ে এবং শোক প্রকাশ করে ভেঙে পড়েন। তারা রাকিবের জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।