রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিভিউ

Rmstu

রাংগামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের ৩৭ তম পাবলিক­ বিশ্ববিদ্যালয়।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে দুইটা ডিপার্টমেন্ট সিএসই ও ম্যানেজমেন্ট এ শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

RMSTU Logoডিপার্টমেন্ট পরিচিতিঃ

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে তিনটি অনুষদে মোট পাঁচটি বিভাগ রয়েছে, বিভাগ গুলো হচ্ছে

  • সিএসই(৫০),
  • ম্যানেজমেন্ট(৫০),
  • ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট(২৫) ,
  • ফরেস্ট্রি এন্ড এনভায়েরমেন্টাল সাইন্স(২৫), এবং
  • ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স(২৫)।

Rmstu

বিশ্ববিদ্যালয়টি বর্তমানে ঝগড়াবিল এ নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে(৬৪ একর) একাডেমিক কার্যক্রম চালু করেছে। বর্তমানে এতে দুইটি একাডেমিক ভবন দুইটি প্রশাসনিক ভবন একটি লাইব্রেরি রয়েছে ৷

RMSTU 

আবাসিক এবং পরিবহন ব্যবস্থাঃ-বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। বর্তমানে এখানে ৪টি মিনিবাস ১টি বড় বাস এবং ২টি অস্থায়ি ভাড়া বাস আছে ৷ এছাড়ও শিক্ষকদের জন্য ৩টি মাইক্রোবাস আছে ৷

Rmstu

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসনের জন্য স্বল্প পরিসরে ভাড়া করা দুইটি আবাসিক হল (ছেলেদের জন্য ১টা, মেয়েদের জন্য ১ টা) রয়েছে, যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

তবে ২টি আবাসিক হল ১টি একডেমিক ও ১টি প্রশাসনিক ভবনের প্রকল্প হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয কর্তৃপক্ষ৷

ভর্তি কার্যক্রমঃ

বিশ্ববিদ্যালয়টিতে এই বছর গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহন করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। G S T সার্কুলার এর ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Rmstu

Gst পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রদান করবে। উক্ত সার্কুলার এর ভিত্তিতে শিক্ষার্থীরা আবেদন করবে।বিগত বছরের সার্কুলার এখানে দেখানো হলো

যারা পরীক্ষা কেন্দ্র হিসেবে রাবিপ্রবি দিয়েছে তাদের কেন্দ্রে আসার পথ পরিচিতি দেওয়া হলো:

প্রথমে চট্টগ্রামে আসতে হবে। চট্টগ্রাম হতে কদমতলী বাস স্টেশন আসতে হবে, ওখানে BRTC বাস রাঙামাটির উদ্দেশে প্রতি ১ঘণ্টা পরপর যায়। তবে যদি BRTC বাস পাওয়া না যায় তবে অক্সিজেন মোড় এসে পাহাড়িকা বাস করে সরাসরি রাঙামাটি আসা যাবে।

প্রতি আধ ঘণ্টা পরপর পাহাড়িকা বাস যায়।ভাড়া ১৪০-১৫০টাকা প্রতিজন।

Rmstu

এরপর রাঙামাটি শহরের বনরূপা নেমে সিএনজি সহযোগে বিশ্ববিদ্যালয় আসা যাবে।

ভাড়া ১৭০টাকা(রিজার্ভ)। সিএনজি বনরূপা – তবলছড়ি – আসামবসতি – রাস্তা হয়ে বিশ্ববিদ্যালয় আসবে।

লেখক- রাহুল বিশ্বাস, রাবিপ্রবি

RMSTU