নিটার শিক্ষার্থীরা পেল তাদের বহুল কাঙ্ক্ষিত বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষা ও টেক্সটাইল গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর গভর্নিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি জনাব মোহাম্মদ আলী খোকন রঙিন ফিতা ও কেক কেটে নিটারের শিক্ষার্থী বাস শুভ উদ্বোধন ঘোষণা করেন।

শনিবার (০৬ আগস্ট) নিটারের শিক্ষার্থী বাস উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি জনাব মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন (বিটিএমসি) পরিচালক জনাব হাওলাদার মোহাম্মদ রকিবুল বারী, বিটিএমএ পরিচালক ও আউটপেক স্পিনিং মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপক পরিচালক ইঞ্জিনিয়ার রাজিব হায়দার, বিটিএমএ সহ-সভাপতি ও আবেদ টেক্সটাইল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন, বিটিএমএ অতিরিক্ত পরিচালক জনাব মনসুর আহমেদ সহ উপস্থিত ছিলেন অনান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

শনিবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিটিএমএ সভাপতি ও নিটার গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আলী খান। পরে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে নিয়ে বাসে উঠেন।বাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আলী খোকন বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের চাহিদার উপর নির্ভর করে আরো নতুন বাসের সংযোজন হবে।উল্লেখ্য, ৫২ সিটের প্রতিটি বাসে ক্যামেরা ও মনিটর সংযুক্ত রয়েছে।