খুবি ছাত্রীর গোপন ভিডিও ধারণের অভিযোগে এক ছাত্রকে গণপিটুনি

Khulna University Gate KU

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে এক ছাত্রীর গোপন ভিডিও ধারণ করার অভিযোগে আটক করা হয়েছে। অভিযুক্ত ছাত্র বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী। বর্তমানে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে আটকে রাখা হয়েছে।

জানা গেছে, শনিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলাম নগরের শাহ শিরীন সড়কের একটি ছাত্রী মেস থেকে ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।
মঙ্গলবার(৫ এপ্রিল) ভোররাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পরে আটক করে। এরপর তাকে গণপিটুনি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, ‘গতকাল রাতের ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে রাখে এবং মারধর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করতে চাইলে শিক্ষার্থীরা অস্বীকৃতি জানায়। পরবর্তীতে সকালে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে আনা হয়।’

সর্বশেষ পাওয়া তথ্যমতে, অভিযুক্ত শিক্ষার্থীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে