ইউজিসি’র সাথে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

ইউজিসি’র সাথে বিডিইউ’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর।।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সাথে ২০২০-২০২১ অর্থবছরের জন্য বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ”।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২০) দুপুরে ইউজিসি অডিটোরিয়ামে ২০২০-২০২১ অর্থবছরের জন্য এই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফ উদ্দিন ও ইউজিসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

এছাড়া ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’র মূল্যায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‌্যাংকিং এর উপরের সারিতে অবস্থান করছে।

যা একটি নতুন বিশ্বদ্যিালয়ের জন্য ঈর্শনীয় সাফল্য। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর সহকারী কম্পিউটার প্রোগ্রামার ও ফোকাল পয়েন্ট (এপিএ) মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।