চবি’র ভর্তি পরীক্ষা মার্চে, পদ্ধতি জানা যাবে ডিসেম্বরে

চবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় cu Chittagong university

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভর্তি পরীক্ষা পদ্ধতি তৈরি করতে একটি বিশেষ কমিটি ইতোমধ্যে কাজও শুরু করেছে। তবে এইচএসসির ফলাফল প্রকাশিত হলে ভর্তি পরীক্ষা পদ্ধতিসহ সবকিছু অনেকটা চূড়ান্ত করা হবে।

জানা যায়, ভর্তি পরীক্ষা বরাবরের ন্যায় সশরীরে ১০০ নম্বরের এমসিকিউতে হবে। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে। পাশাপাশি ক্যাম্পাসের বাহিরে কেন্দ্র করারও চিন্তা ভাবনা করছে ভর্তি সংশ্লিষ্টরা।

আরও জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের মান কীভাবে যোগ হবে-না হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তিন মাস পরে সাধারণত ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

এবার যেহেতু করোনা পরিস্থিতি, তাই ভিন্নভাবে সবকিছু চিন্তা করতে হচ্ছে। তবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তিন মাসের মধ্যে ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তা আছে।

অর্থাৎ মার্চ মাসের শেষ সপ্তাহে হতে পারে ভর্তি পরীক্ষা। তবে সবকিছু সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’