নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির নির্দেশনা

১.ভর্তি ফি প্রদানের জন্য www.admission.nstu.edu.bd তে গিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার Application ID ও Roll No এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার রোল দিয়ে লগইন করতে হবে।

২.A,B,C,D,E ও F গ্রুপে বিষয়/বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীরা ১১ জানুয়ারি, ২০২২ থেকে ১৬ জানুয়ারি, ২০২২ পর্যন্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি জমা ও মাইগ্রেশন বন্ধ করতে পারবে।

৩.বিশ্ববিদ্যালয় কর্তৃক অটোমাইগ্রেশন সম্পন্নকরণ ১৮ জানুয়ারি, ২০২২।

৪.আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা হতে শিক্ষার্থীদের বিভাগ/বিষয় প্রদান ও প্রকাশ করা হবে ২০ জানুয়ারি, ২০২২।

৫.আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা হতে বিভাগ/বিষয় প্রাপ্ত শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি জমা ও মাইগ্রেশন বন্ধ করতে পারবে ২১ জানুয়ারি ২০২২ থেকে ২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত ।

৬.সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার তারিখঃ২৬ জানুয়ারি ২০২২ (A,B ও C গ্রুপ) এবং ২৭ জানুয়ারি ২০২২ (D,E ও F গ্রুপ)।
শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার তারিখে স্ব-শরীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯:০০-বিকাল ৫:০০ টার মধ্যে কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

৭.সমস্যা/অভিযোগ জানাতে www.admission.nstu.edu.bd তে গিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার Application ID ও Roll No এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার রোল দিয়ে সমস্যা/অভিযোগ জানাতে হবে।