রাবি ভর্তিতে থাকছে না লিখিত

রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় ru rajshahi university

এবার লিখিত পরীক্ষা নয় শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিন্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে সশরীরে শিক্ষার্থীদের উপস্থিতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অধ্যাপক হুমায়ুন কবির বলেন, অতীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও এ বছর শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে না। শুধুমাত্র যারা ২০২০ সালে পাশ করেছে তারাই এই পরীক্ষায় অংশ নিতে পারবে।

প্রসঙ্গত, গত বছর প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও লিখিত উভয় পদ্ধতিতে তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৬০ নম্বর এমসিকিউ এবং ৪০ নম্বর লিখিত যোগ করা হয়েছিলো।

ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd) থেকে জানা যাবে।