২০২০-২১ সনের মাস্টার্স প্রোগ্রামের ভর্তি শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে।
“We Strive For Maritime Excellence” নীতিবাক্যকে সামনে রেখে ২০১৩ সালের ২৬শে অক্টোবর বাংলাদেশের মহান জাতীয় সংসদে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় আইন-২০১৩” বিল পাশ হয়।
২৭শে অক্টোবর ২০১৩ তারিখে সরকারী গেজেট আকারে এই আইন প্রকাশিত হয়।
পৃথিবীর মধ্যে ১২ তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ায় ৩য় এবং দেশের ৩৭ তম পাবলিক ও ১ম মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের(নৌবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত) শিক্ষা কার্যক্রম চালু হয় মূলত ২০১৫ সালে মাস্টার্স এর দুটি বিষয় চালুর মাধ্যমে।
২০১৭ সালে অনার্স এর একটি বিষয়ে ৪০ জন ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে আন্ডারগ্রাজুয়েট শিক্ষা-কার্যক্রম শুরু হয়। যার অস্থায়ী ক্যাম্পাস মিরপুর ১২ তে অবস্থিত এবং মূল ক্যাম্পাস নির্মাণাধীন রয়েছে চট্টগ্রামে।
করোনা ভাইরাসের কারণে সেশন ২০২০-২০২১ এ পরীক্ষা ভাইবা পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মাস্টার্স প্রোগ্রামের বিভাগসমূহঃ
১। এমবিএ ইন মেরিটাইম বিজনেস,
২। মাস্টার ইন পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট,
৩।এলএলএম মেরিটাইম ল’,
৪।মাস্টার ইন মেরিন বায়োটেকনোলজি।
আবেদন এর যোগ্যতাঃ
১।এমবিএ ইন মেরিটাইম বিজনেস,
এবং মাস্টার ইন পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্টঃ ব্যাচেলর ডিগ্রি।
২। এলএলএম মেরিটাইম লঃ এলএলবি ডিগ্রি।
৩।মাস্টার ইন মেরিন বায়োটেকনোলজিঃ বিএসসি ইন বোটানি, মেরিন বায়োলজি, ওশানোগ্রাফি, জু’লজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি।
প্রোগ্রাম ফিচারঃ
* ৩টি সেমিষ্টার ৬মাস করে।
*৬০ ক্রেডিট।
ফি স্ট্রাকচারঃ
ডিপজিটঃ২৩,৭০০৳;
সেমিষ্টার ফিঃ ৫,৪০০৳(প্রতি সেমিষ্টার)।
ফি স্ট্রাকচার বিস্তারিতঃ
https://bsmrmu.edu.bd/file_download/content_files/5
আবেদন এর শেষ তারিখঃ ২৬ নভেম্বর ২০২০,
ভাইবাঃ ০৩-০৬ ডিসেম্বর ২০২০,
ক্লাস শুরুঃ ২য় সপ্তাহ জানুয়ারি২০২১।
আবেদনঃ applyonline.bsmrmu.edu.bd
ই-মেইলঃ mastersadmission@bsmrmu.edu.bd
মুঠোফোনঃ (+৮৮)০১৭১১১৫১৬৫১
ওয়েবসাইটঃ http://www.bsmrmu.edu.bd
তাসনুর জাহান মীম,
ডিপার্টমেন্ট অফ ওশানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়।


