খাজা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নাম মুছে দিল ছাত্রলীগ

খাজা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নাম মুছে দিল

ভাষা আন্দোলনের বিরোধীতাকারী খাজা নাজিমউদ্দিনের নামে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে নাম কালো কালি দিয়ে মুছে দিয়েছে ঈশ্বরদীর ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভ ও শ্লোগানে বাংলা ভাষার বিরুদ্ধাচরণকারী খাজা নাজিম উদ্দীনের নাম পরিবর্তনের দাবি জানান তারা।

১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে উর্দূর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুললে এর প্রবল বিরোধিতা করেন পূর্ব বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দীন।

সে বছরের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।’

স্বাধীনতার পর অনেকবার রেলওয়ে কর্তৃপক্ষকে এই স্কুলের নাম পরিবর্তনের দাবি জানানো হলেও তারা কোনো উদ্যোগ নেন। রাষ্ট্রভাষা বাংলার শত্রু ঘৃণ্য সেই নাজিম উদ্দীনের নাম গত ৬৮ বছর ধরে ঈশ্বরদীবাসী বয়ে বেড়াচ্ছেন।

এর প্রতিবাদে মঙ্গলবার বিকালে শহরের পোস্ট অফিসস্থ যুবলীগের দলীয় কার্যালয় থেকে বিদ্যালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা, পৌর ও ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রলীগ।

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, স্কুলটির নাম পরিবর্তন করার প্রয়োজনীয় পদক্ষেপ আগামী রোববারের মধ্যে গ্রহণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

You cannot copy content of this page