বঙ্গবন্ধু প্রোগ্রামিং কন্টেস্টের রেজিষ্ট্রেশন শুরু

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ডিভিশনাল প্রোগ্রামিং কনটেস্টের অনলাইন রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে এ ইভেন্টের আয়োজন করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে প্রোগ্রামিং কনটেস্টের অনলাইন রেজিষ্ট্রেশন শুরু হয়ে।

চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

রেজিষ্ট্রেশনের প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের www.rmstucse.in ওয়েবসাইটে পাওয়া যাবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রোগ্রামিং কন্টেস্টে চট্টগ্রামের মোট ২২টি (সরকারি ও বেসরকারি) ও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অংশ গ্রহণ করবে।

 

এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে অনলাইন প্রোগ্রামিং কন্টেস্টের ওয়েব সাইটের উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

You cannot copy content of this page