নিজ বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত দুর্ঘটনায় চুয়েটিয়ানের মর্মান্তিক মৃত্যু

আকস্মিক মৃত্যু কারওই কাম্য নয়। কিন্তু প্রকৃতির নিয়মতো মেনে নিতেই হবে। আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছেন,তাদের অবশ্যই চলে যেতে হবে। সেটার নেই কোনও নিয়ম, বাঁধাধরা সময়।
হ্যাঁ, সেটাই স্বাভাবিক ব্যাপার। তবে কারো কারো ক্ষেত্রে সেই মৃত্যু হয়ে ওঠে অত্যন্ত কষ্টদায়ক, হৃদয়বিদারক। আবার কখনো মর্মান্তিক।
তেমনি এক মৃত্যুতে পরপারে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় – চুয়েট এর ‘০৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ সাকিবুর রহমান। তিনি আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।
গত ৬ ই সেপ্টেম্বর আনুমানিক দুপুর বারটায় নিজ বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
কর্মজীবনে তিনি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান Samsung বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।
উনার আত্মার মাগফেরাতের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ রইলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।
এ দুর্ঘটনায় Campus Connect  ও  Enginners Diary পরিবার গভীরভাবে শোকাহত।

You cannot copy content of this page