শিশুদের বাংলায় হাতেখড়ির জন্য অত্যাধুনিক মোবাইল অ্যাপ তৈরি করল চুয়েটিয়ানরা

আধুনিক যুগের মানুষ খুব দ্রুতই তাদের অভ্যাস বদলায়। রুচির নানা চাহিদায় বেছে নেয় নিজের পছদেরটি। সেটা হোক পড়াশুনা কিংবা খেলাধুলার ক্ষেত্রে। কেমন হবে যদি এই সুযোগটা শিশুরাও পেয়ে থাকে!

Machine Learning featured

হ্যাঁ, সেই আকাংক্ষাকে বাস্তবে রূপ দিতে একদল চুয়েটিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বানিয়েছেন অত্যাধুনিক মোবাইল অ্যাপ।

মাইনুল ইসলামের(০২ ব্যাচ) চুয়েটের প্রাক্তন ছাত্র। তার অধীনেই তৈরি হলো সেই অ্যাপটি। সার্বিকভাবে এতে সহায়তা ও কাজ করেছেন একই বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের কম্পিউটার প্রকৌশল বিভাগের রাকিবুল, রিমন এবং অপু।প্রায় ১১ মাসের মত সময় নিয়ে বাচ্চাদের জন্য একটি এপ তৈরী করেন তারা।
Auto handwriting detection
এপটি সাধারন বর্নমালা শিখার এপের মত নয়। এর মধ্যে রয়েছে মেশিন লার্নিং এবং অগমেন্টেড রিয়েলিটির মত প্রযুক্তির ব্যবহার। বাচ্চারা আসলেই কোন অক্ষর লিখতে পেরেছে কিনা তার জন্য মেশিন লার্নিং ব্যবহার করা হয়েছে। আর ত্রিমাত্রিক মডেল গুলো বাস্তব পরিবেশে দেখার জন্য ব্যবহার করা হয়েছে অগমেন্টেড রিয়েলিটি।
আরও একটি আকর্ষণীয় ব্যাপার হলো এই এপটি নিয়ে একটি রিসার্চ পেপার Springer এ পাবলিশ হয়েছিলো। রিসার্চের মধ্যে মো: সাবির হোসেন স্যার, আসাদ কবির স্যার,ফাহিম আবরার (১৩) যুক্ত ছিলেন।
রিসার্চ পেপারের লিঙ্কঃঃ এখানে ক্লিক করুন। 
Augmented Reality featured
তাদের ইচ্ছা যেন সরকার এই এপে ফান্ডিং করে, বাচ্চাদের বর্নমালা শিখা তাহলে আরো একধাপ এগিয়ে নেওয়া যাবে। কেউ যদি এই ব্যপারে হেল্প করতে পারেন তাহলে অনেক উপকার হবে।
নির্মাতারা সবার রিভিউয়ের জন্য অধির আগ্রহে বসে আছেন। প্লেস্টোর এ অ্যাপটি সংযুক্ত করা হয়েছে। এতে অধিক মানুষ তাদের এপটি খুজে পাবে।
অ্যাপটির লিঙ্কঃ এখানে ক্লিক করুন
তাদের এই উদ্যোগে Campus Connect  ও  Enginners Diary পরিবার এর থেকে রইল আন্তরিক সুভেচ্ছা অভিনন্দন।