চবি উপাচার্য সপরিবারে করোনায় আক্রান্ত

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারসহ তাঁর পরিবারের পাঁচ সদস্য।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় তাদের করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে এটি অফিসিয়ালি নিশ্চিত করা হয়।

চবি রেজিস্টার বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানান , “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারসহ তাঁর পরিবারের ৫ সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ শনিবার সকালেই নমুনা নেওয়া হয়েছিল।

সন্ধ্যায় এই রিপোর্ট এসেছে। এছাড়া উপাচার্য বাসভবনের দুই কর্মচারীরও করোনা পজিটিভ এসেছে। বর্তমানে উপাচার্য মহোদয়সহ আক্রান্ত সকলেই ক্যাম্পাসের বাসভবনের আইসোলেশনে আছেন। তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।”

ক্যাম্পাস এলাকায় বর্তমানে করোনায় আক্রান্ত ব্যক্তি রয়েছেন ২৭ জন। এর মধ্যে ক্যাম্পাস কয়েকদফায় লকডাউন করা হয়েছে এবং লকডাউন এখনো চলছে ।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান অবগত করেন এই লকডাউন আরও ৭ দিন বাড়ানো হবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বর্তমানে সকল প্রশাসনিক কাজ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে জরুরি প্রশাসনিক কাজগুলো চট্টগ্রাম শহরের চবির চারুকলা ইন্সটিটিউট থেকে পরিচালিত হয়৷

You cannot copy content of this page