বঙ্গবন্ধু মেডিকেলের ডাক্তারদের জন্য সুচিন্তা ফাউন্ডেশনের সুরক্ষা সামগ্রী উপহার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যাল

আজ সোমবার ৭ ডিসেম্বর ২০২০ইং তারিখে ডা. মিল্টন হলে সুচিন্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চিকিৎসকবৃন্দের জন্য করোনাভাইরাস প্রতিরোধমূলক সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া স্যারের কাছে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল উপস্থিত ছিলেন।

ছবি: মোঃ আরিফ খান।
নিউজ: প্রশান্ত মজুমদার।

You cannot copy content of this page