সবই টাকার খেলা!

বিষয় হচ্ছে পুরোটাই টাকার খেলা।

বাইক রাইডার’রা তো আর বড় ব্যাবসায়ী না। তাই সবার প্রথমে বাইক রাইডিং বন্ধ করে করোনা প্রতিরোধ করা হচ্ছে। এরা প্রান্তিক টাইপ মানুষ। এরা খেয়ে-না খেয়ে মরে গেলেই কি; আর বেঁচে থাকলেই বা কি!

তবে বাস চলাচল করছে দিব্যি। ঠেলাঠেলি করে, গায়ের সাথে গা লাগিয়ে বাসে চলাচলও হচ্ছে দিব্যি। মাঝখান থেকে ৬০ ভাগ ভাড়াটা কেবল বাড়িয়ে নেয়া গেল।

পরিবহণ মালিকরা আবার মন্ত্রী-এমপি টাইপ মানুষ তো! তাই করোনার সুযোগে একটু ব্যাবসা করে নিচ্ছে।

আপনারা আবার এতে কিছু মনে করবেন না যেন।

আর শরীরের সঙ্গে শরীর লাগিয়ে নানান ভঙ্গিমায় স্বাস্থ্যবিধি মেনে চলে আজ মেডিকেল ভর্তি পরীক্ষাও হয়ে গিয়েছে!

হাজার হোক ছাত্র ভর্তি না নিলে বেসরকারি মেডিকেল গুলো চলবে কেন! মেডিকেল গুলোর মালিকরাও তো মন্ত্রী-এমপি টাইপ মানুষ। করোনার জন্য তো আর উনাদের সিঙ্গাপুর-থাইল্যান্ডে গিয়ে মজ মাস্তি করা বন্ধ থাকতে পারে না। তাই একটু টাকা কামিয়ে নিচ্ছে।

এতে আপনারা কিছু মনে করবেন না যেন!

আমিনুল ইসলাম
আমিনুল ইসলাম, সমাজবিজ্ঞানের শিক্ষক

You cannot copy content of this page