অস্ট্রেলিয়ার UNSW থেকে ডিন’স এ্যাওয়ার্ড পেলেন চুয়েটের আহসানুল হাবীব

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – চুয়েট। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়টি বাছাই করে মেধাবীদের ভর্তি নেয়,সেই মেধাবীদের মধ্যে কেউ কেউ আবার Bachelors’ শেষ করে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিদেশে পাড়ি জমান।

সেখানেও তাদের অর্জন কম নয়। বিদেশের মাটিতে নিজেদের মেধার ঝলক দেখিয়ে নিজের বিশ্ববিদ্যালয় তথা দেশের নাম উজ্জ্বল করেন।

তেমনি একজন মেধাবী শিক্ষার্থী আহসানুল হাবীব,যিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত UNSW বিশ্ববিদ্যালয় থেকে ডিন’স এ্যাওয়ার্ড অর্জন করেছেন। উল্লেখ্য,আহসানুল হাবীব চুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এর ‘০৫ ব্যাচের শিক্ষার্থী।

এছাড়াও অসাধারণ পিএইচডি থিসিসের জন্য এই মেধাবী শিক্ষার্থীকে UNSW Canberra বিশ্ববিদ্যালয় তাদের ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি’ রিলেটেড আউটস্ট্যান্ডিং থিসিস এ্যাওয়ার্ড  “Stephen Fester Prizeপ্রদান করে।

তাঁর থিসিস এর বিষয়বস্তুর শিরোনাম ছিলো : Efficient Algorithms for Computationally Expensive Optimization Problems.
এ অসামান্য কৃতিত্ব ও অর্জনের জন্য ইঞ্জিনিয়ার’স ডায়রিCampus Connect পরিবারের পক্ষ থেকে তার প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন ❤️

You cannot copy content of this page