ড. আসিফ মাহমুদ আসলে গবেষক দলেই নেই?

আজ ড. আসিফ মাহমুদের সাথে টক-শো হওয়ার কথা ছিল । কিন্তু বায়োটেকের নির্দেশক্রমে ড. আসিফ জানিয়েছেন যে তিনি অংশগ্রহণ করতে পারবেন না।

কারণ তাঁর উর্দ্ধতন কতৃপক্ষ তাঁকে কোনো মিডিয়াতে যেতে বারণ করেছেন। ভদ্রলোক (ড.আসিফ) কতৃপক্ষের সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না। এটাই স্বাভাবিক।

আজ সাইফুর রহমান সাগর এর সঞ্চালনায় ” “ফেস দ্যা পিপল “ টকশোতে তাঁকে আনার জন্য যখন ফোনে কথা বলা হলে তখন ড. আসিফ মাহমুদ বলেছিলো যে  মিডিয়াতে কিছু মিস-ইনফর্মেশন ফলাও করে ছাপা হয়েছে।

 ড.আসিফ মাহমুদ যা বললেন তা হলো:-

•ভ্যাকসিনটি এখনো ট্রায়ালে যায়নি।

•তিনি নিজেও ভ্যাকসিন তৈরী টিমের সদস্য নন।

•ড.আসিফ মাহমুদ বায়োটেক এর একজন এমপ্লয়ি মাত্র।

•যেই দিন ভ্যাকসিন নিয়ে প্রেস কনফারেন্স হয়েছিল সেদিন ড. আসিফ মাহমুদ শুধুমাত্র কোম্পানির এই ঘোষণাটির মুখপাত্র হিসেবে ঘোষণা দেয়ার দায়িত্ব নিয়েছিলেন ।

• যারা এই ভ্যাকসিন তৈরির সাথে যুক্ত আছেন বা ছিলেন ( ডাক্তারগণ ), তারা কয়েকজন এই মুহূর্তে দেশেও নেই ।

•তার মাঝে দুইজন কয়েক সপ্তাহ আগে কানাডায় যেয়ে মহামারীর দুর্যোগে আটকা পড়ে আছেন ।দেশে ফেরার চেষ্টা করেও যেতে পারছেন না।

•মিডিয়ায় খবরটি আসার সাথে অনেক অসঙ্গতি রয়েছে বলে জানালেন ড. আসিফ মাহমুদ।

এমতাবস্থায় তাঁকে বিষয়টি নিয়ে আর কোথাও কথা বলার জন্য নিষেধ করেছে কতৃপক্ষ।

সাধারন মানুষের ধারনার সত্য উন্মোচন:-

আমাদের যে ধারণাগুলো ছিল যা সম্পূর্ণ ভুল ছিলো। যেমন:-

•ড. আসিফ মাহমুদ ভ্যাকসিন তৈরী টিম এর কেউ নন।
•ভ্যাকসিন এখনো প্রাথমিক পর্যায়ের অবস্থাতেও নেই ।
•ড. আসিফ বায়োটেকের শুধুমাত্র একজন গণযোগাযোগ কর্মকর্তা।
ইত্যাদি ইত্যাদি !!!

হে প্রিয় আবেগী জাতি!! দরকার হলে সেই প্রেস কনফারেন্সটা আবার দেখেন, ওটা দেখে কি মনে হয়েছিল যে ডঃ আসিফ ভ্যাকসিন টিমের কেউ নন?

এতো কনফিডেন্টলি কথা বলছিলেন সবাই ধরেই নিয়েছিল উনি টিম লিডার। শুধু কল্পনা করেন, যে ভদ্রলোক জোর গলায় বললো, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরই আসবে ভ্যাকসিন, অথচ উনি নিজেই নেই ভ্যাকসিন ডেভেলপ টিমে।

ধীরে ধীরে সবকিছু আরো প্রকাশিত হবে।অপেক্ষা করতে হবে!

আপনারা যারা, আমাদের অল্প কয়েকজন যারা স্রোতের বিপরীতে চলে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ও ভালো কাজ প্রশংসা করতে পারি না, বলে দুর্নাম আর গালাগাল দিচ্ছিলেন তাদের প্রতি রাগ নেই।

আবারো বলছি সত্যিকারের সাইন্টিফিক আবিষ্কারে প্রশংসা করতে কোনো দ্বিধা নেই মনে, আলহামদুলিল্লাহ।।

 

– সাইফুর রহমান
পিএইচডি গবেষক
কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়(স্ট্যাটাস থেকে নেয়া)

You cannot copy content of this page