জ্যাক মা উধাও!

জ্যাক মা

চীনা শিল্পপতি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা ডট কম-এর প্রতিষ্ঠাতা জ্যাক মা নিখোঁজ রয়েছেন।

গত বছরের অক্টোবরে চীনা সরকার এবং চীনের ব্যাংকিং খাত নিয়ে সমালোচনা করেন জ্যাক মা। এরপর গেল দুই মাস ধরে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও গত দুইমাসে কিছু পোস্ট করেন নি তিনি। জ্যাক মা’র নিঁখোজ হওয়ার সাথে চীনা সরকারের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা নিয়ে আশঙ্কা করছেন অনেকেই।

কিছুদিন আগে একটি ট্যালেন্ট শোতে বিচারক হিসেবে উপস্থিত হওয়ার কথা থাকলেও সেখানে উপস্থিত হন নি জ্যাক মা। পরে সেই ট্যালেন্ট শোর ওয়েবসাইট থেকে জ্যাক মা’র সব ছবিও সরিয়ে ফেলা হয়।

গত বছরের ডিসেম্বরে আলিবাবার বিরুদ্ধে তদন্ত শুরু করে চীনা নিয়ন্ত্রক সংস্থা। গত সপ্তাহে দেশটির বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম আলিপে’র মালিক অ্যান্ট গ্রুপের কর্পোরেট কার্যক্রম সঠিক নয় দাবি করে তা বন্ধের নির্দেশ দেয় চীন সরকার।

এছাড়া তার বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

You cannot copy content of this page