ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে হাল্ট প্রাইজের বিজয়ী Team Inifinity

Hult prize fec

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো Hult Prize. এবছর করোনা মহামারী এর কারণে প্রতিযোগিতার সকল কার্যক্রম অনলাইনে সংগঠিত হয়।

“Hult Prize” হলো এমন এক প্রতিযোগিতা, যা মূলত তরুনদের মেধা-মনন ব্যবহার করে সামাজিক বিজনেস প্লান প্রদান করার মাধ্যমে নতুন আগামীর দিকে ধাবিত করতে উৎসাহিত করে। এ বছর হাল্ট প্রাইজ এমন এক সমাধান প্রদানের চ্যালেঞ্জ জানায় যে, এক নতুন ধরণের চিন্তা যা খাদ্যের সাহায্যে এক যুগান্তকারী পরিবর্তন আনবে।

প্রতিযোগীরা তাদের ভিন্ন ভিন্ন ধরনের আইডিয়া বিচারকদের সামনে প্রদর্শন করে। এ প্রতিযোগিতায় বিচারক মন্ডলের মাঝে উপস্থিত ছিলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সি.এস.ই বিভাগের অধ্যপক মোঃ সুমন রেজা এবং ই.ই.ই বিভাগের অধ্যপক পার্থ সারথী মন্ডল।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে Team Inifinity. দলটির সদস্য ছিলো,
ইরফান খান, সাজ্জাদ হোসেন এবং মোঃ ফাহিম ফয়সাল।

You cannot copy content of this page