করোনায় গোলাম সারোয়ার সাঈদী’র ইন্তেকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, প্রখ্যাত মোফাসসির, গবেষক ও আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (৫২) (পীরসাহেব আড়াইবাড়ী) আজ ভোর ৪.১০ মিনিটে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

একজন দা’য়ী ইলাল্লাহ হিসেবে মানুষের কাছে তিনি ছিলেন অনন্য উচ্চতার এক মহান ব্যক্তিত্ব। মহান আল্লাহর পথে তাঁর প্রতিটি আহবান মানুষকে চমৎকারভাবে আলোড়িত করতো।

ইলমে দ্বীনের এই খেদমত মানুষকে যুগ-যুগ ধরে অনুপ্রাণিত করবে। ইতিমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার এভারকেয়ার (এপোলো) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর শনিবার তিনি ইন্তেকাল করেন।

উল্লেখ্য গোলাম সারোয়ার সাঈদী আড়াইবাড়ীর মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানীর (রহ.) সাহেবজাদা, আল্লামা কামালুদ্দিন জাফরীর পৌত্রা ও ড. মিজানুর রহমান আজহারীর নানা। তিনি ছিলেন আরো অনেক আলেমের আত্মীয়।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁর পরিবার-পরিজন, আত্নীয়স্বজনকে সবরে জামিল দান করুন।

উল্লেখ্য আজ ২১ নভেম্বর শনিবার বাদ আসর আড়াইবাড়ী দরবার শরীফে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

You cannot copy content of this page