বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছে খুবি

খুবি

বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে আজ ২১ ডিসেম্বর ২০২০খ্রি. তারিখ

খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে পত্র দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান পিএসসির চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন বরাবর এ পত্র প্রদান করেছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক বিষয় নিয়ে উপাচার্যের সভাপতিত্বে সম্প্রতি এক মতবিনিময় সভা শহিদ তাজউদ্দিন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সিদ্ধান্তবলীর মধ্যে বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানিয়ে পিএসসিকে পত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই আলোকে আজ এ পত্র প্রদান করা হয়েছে।

এছাড়া উক্ত সভায় চূড়ান্ত পরীক্ষা গ্রহণ, সকল ডিসিপ্লিনের অনলাইন সেশনাল/প্রাক্টিক্যাল ক্লাসসহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপ-উপাচার্য প্রফেসর মোসাম্মাৎ হোসনে আরা, সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, সিইটিএল, আইকিউএসি,

আইসিটিসেল, মডার্ণ ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এবং পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page