জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনিয়ার সহ বাসের ১২ যাত্রী নিহত

জয়পুরহাটের রেলগেটে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জয়পুরহাটের পুরানপৈল নামক স্থানে একটি বাসকে ছুটে চলা একটি ট্রেন ধাক্কা দিলে বাসের যাত্রীরা হতাহতের শিকার হন।

ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যায় আরো দুইজন।

হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাজশাহী যাচ্ছিলো উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। পথে পুরানাপৈল রেলক্রসিংয়ের ওপর একটি যাত্রীবাহী বাস উঠে পড়ে।

মুহূর্তেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি।

জয়পুরহাটের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক খন্দকার সানাউল হক জানান, সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

ওই ঘটনায় ১২ জনের মৃত্যু ঘটে, আর আহত হন অন্তত পাঁচ জন। নিহতদের মধ্যে একজন রুয়েট সিভিল’১১ ব্যাচের মনজুরুল ইসলাম নাসিম।

এরা সবাই বাসের যাত্রী ছিলেন।

বাসটি জয়পুরহাট থেকে হিলি যাচ্ছিল। আর উত্তরা এক্সপ্রেস নামের ট্রেনটি চিলাহাটি থেকে রাজশাহী যাচ্ছিল।

উদ্ধারকাজে সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

ঘটনার পরপর মি. হক জানান যে পার্বতীপুর থেকে উদ্ধার কাজে সাহায্য করার জন্য ট্রেন পাঠানো হচ্ছে।

আপাতত উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে খন্দকার সানাউল হক জানাচ্ছিলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রেলক্রসিংয়ের উপর দিয়ে বাসটি যাওয়ার সময় এই ঘটনা ঘটে।