ফেনীতে ছাত্রকে ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মো. এমদাদ উল্লাহক

ফেনীর দাগনভূঞার সদর ইউনিয়নের রশিদপুর গ্রামের মদিনাতুল উলুম মাহমুদিয়া সুলতানিয়া মাদ্রাসায় অধ্যায়নরত এক ছাত্রকে ধর্ষণের  অভিযোগে সহকারী শিক্ষক মো. এমদাদ উল্লাহকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসার শিক্ষক মো. এমদাদ উল্লাহ ওই ছাত্রকে (১৭) বলাৎকার করে আসছিল।

এতদিন সে ভয়ে কাউকে কিছু বলেনি। রোববার বাড়ি এসে কান্নাকাটি করছিল, বলছিল আর মাদ্রাসায় যাবে না। কারণ জানতে চাইলে ধর্ষণের  বিষয় খুলে বলে মাকে।

পরে সোমবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নব গ্রামের আকবর আলী সাহেবের বাড়ির মো. আকবর আলীর ছেলে মাদ্রাসার শিক্ষক এমদাদ উল্লাহকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার বাদী বলেন, দীর্ঘদিন যাবত আমার ছেলেকে ধমক দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষক বলাৎকার করে আসছিল।

দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলন, মঙ্গলবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, আজ রাজধানীতে পুরুষের প্রতি যৌন সহিংসতা বন্ধ করার লক্ষ্যে এ অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করার দাবিতে মানববন্ধন করেছে ‘এইড ফর মেন ফাউন্ডেশন।’

You cannot copy content of this page