খুবিতে ৬৩ কোটি টাকায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

Khulna University Gate KU

খুবিতে ৬৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ১০ তলা জয় বাংলা চতুর্থ একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর।

আগামী ১৬ ডিসেম্বর ২০২০ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক ভবন ‘জয় বাংলা ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন।

সকালে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দশতলা এই চতুর্থ একাডেমিক ভবন নির্মাণ ব্যয় চুক্তিমূল্য ৬২ কোটি ৭৮ লাখ টাকা। ৩৬ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এই ভবন নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জায়গার সংকট অনেকাংশে পুরণ হবে এবং নতুন ডিসিপ্লিন খোলাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

You cannot copy content of this page