ইনটেলে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাক্তন খুবি শিক্ষার্থী আল হেলাল

বিশ্বের অন্যতম চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রাক্তন শিক্ষার্থী আল হেলাল

তিনি খুবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ইনটেলে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এপ্রিল মাসের ১১ তারিখ ইনটেলের যুক্তরাষ্ট্রের হিলসবরো, ওরিগনের অফিসে যোগ দিয়েছেন।

আল হেলাল বলেন, ‘ছোট বেলায় কম্পিউটারে গেমস খেলা থেকেই কম্পিউটার ও সফটওয়্যার নিয়ে একটা অন্য রকম আগ্রহ কাজ করত। খুবিতে ভর্তি হওয়ার আগে সিএসই এবং কম্পিউটার প্রোগ্রাম সম্পর্কে তেমন ভালো ধারণা ছিল না।

১ম বর্ষে সি++ কোর্সটি পড়ার সময় অনলাইনে প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে গিয়ে বুঝতে পারি প্রোগ্রামিং কোথায় কাজে লাগে।

পাশাপাশি ম্যাথের প্রতি প্রচণ্ড আগ্রহ থাকায় প্রোগ্রামিং উপভোগ করতে শুরু করি। তখন থেকেই প্রতিষ্ঠিত কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করি।’

চাকরি পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আল হেলাল বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ কারণ, স্নাতক (সম্মান) করার সময় থেকে দেখে আসা স্বপ্নটা আজ সত্যি হয়েছে। নিজের স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া আমার কাছে।’

যাঁরা  হিসেবে ক্যারিয়ার গড়তে চান তাঁদের উদ্দেশ্যে হেলাল বলেন, ‘লক্ষ্যে পৌঁছানোর জন্য রুটিনমাফিক প্রয়োজনীয় কাজ করে যেতে হবে। প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং সম্পর্কিত সমস্যা সমাধানে লেগে থাকতে হবে।’

মাহাবুব আলম যুবায়ের,
খুবি প্রতিনিধি।

You cannot copy content of this page