বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে জাবি ছাত্রলীগের স্মারকলিপি

জাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে ছাত্রলীগের স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণসহ তিনদফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

গতকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বরাবর এ স্মারকলিপি জমা দেন তারা।

ছাত্রলীগের অন্য দাবিগুলো হলো- অনতিবিলম্বে ভাস্কর্য নির্মাণের স্থান নির্ধারণ ও সম্প্রতি ভাস্কর্য নিয়ে উগ্রবাদীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান সুস্পষ্ট করা।

এর আগে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে উগ্র সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হোসাইন রাজন বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ভুল তথ্য ও ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছেন।

জাবি শাখা ছাত্রলীগ মামুনুল হকের এই অপতৎপরতা তীব্র নিন্দা জানাচ্ছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ সহ-সভাপতি বায়েজিদ রানা, আকলিমা আক্তার এশা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার, আকতারুজ্জামান সোহেল, সাইফুল ইসলাম, আহমেদ আরিফ, হাবিবুর রহমান লিটন, এনামুল হক, আলম শেখ প্রমুখ।

You cannot copy content of this page