ঢাবি এলাকা থেকে মৃত নবজাতক উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের সামনে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে জগন্নাথ হলের উল্টো দিকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সামনে শিশুটির মরদেহ পাওয়া যায়। শিশুটিকে লাল রঙ্গের একটি কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পায় পথচারীরা।

পরে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় থাকা প্রক্টোরিয়াল টিমও উপস্থিত ছিলো।

পুলিশ জানায়, রাস্তার পাশে নবজাতকের মরদেহ পড়ে আছে এমন সংবাদে তারা ঘটনাস্থলে আসে। শিশুটির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয় শিশুটির মরদেহ।

You cannot copy content of this page