ঢাবির ফজলে রাব্বি ক্যান্সার আক্রান্ত, প্রয়োজন ২০ লক্ষ

Fazle Rabby

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী,
২০১২-১৩ সেশন,
ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (৩১ তম ব্যাচ)
ঢাকা বিশ্ববিদ্যালয়।

শিবপুরের কৃতি সন্তান, সদা হাস্যেজ্জ্বল ছেলেটি আজ দুরারোগ্য ব্যাধিতে (বোনম্যারো ক্যান্সার) আক্রান্ত হয়ে জীবন- মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করাতে ২০ লক্ষ টাকার প্রয়োজন, যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।

উল্লেখ্য রাব্বি বিবাহিত এবং তার ১ বছর বয়সের একটি ফুটফুটে শিশু সন্তান রয়েছে।

মানুষ বাঁচে মানুষের ভালোবাসায়। কত রোগ কত নৈরাশ্য থেকে মানুষ টেনে তোলে মানুষকে। আমরা মানুষরাই সৃষ্টিকর্তার কৃপায় ফজলে রাব্বীকে ফিরিয়ে দিতে পারি মায়ের কোলে, বাবার বুকে, সন্তানের কাছে, স্ত্রীর ভালোবাসায়।

আসুন, ভালোবেসে সাহায্যের হাত বাড়াই একজন মায়ের জন্য, একজন বাবার জন্য, একজন সন্তানের জন্য, একজন স্ত্রীর জন্য সর্বোপরি মানবতার জন্য।

বি. দ্র. সাহায্য পাঠানোর পর অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন উল্লেখ্য নাম্বার গুলোতে যোগাযোগ করে।

প্রজ্বলন এবং ডুসাস সম্মিলিত ভাবে একটা ফান্ডিং করছে।

টাকা পাঠানোর জন্যঃ

*বিকাশ(পারসোনাল): 01956-497175 (আলাল গাজী)
*বিকাশ (পারসোনাল) :01738840571 (ইয়াসিন আরাফাত লিমন)

*রকেট (পারসোনাল) :01703-2508018 (মেহেদী হাসান মাসুদ)
*রকেট(পারসোনাল): 01726-7415293 (রাশেদুল ইসলাম)

*নগদ (পারসোনাল): 01857-473078 (শাহীদুজ্জামান খান নাঈম)

রাব্বী ভাইয়ের বর্তমান আপডেট পেতে সরাসরি কথা বলতে পারেন রাব্বি ভাইয়ের সাথে: +8801985-935700

সংগত কারণে রাব্বী ভাইকে না পাওয়া গেলে কথা বলতে পারেন উনার বড় ভাই (বশির ভাই): +8801882-054615
অথবা
ছোট ভাই (মাহফুজ):+8801767-716600 এর সাথে।

***আজকে আপনারা সবাই এগিয়ে এলে রাব্বী ভাই সুস্থ হলে মানবতার যে দৃষ্টান্ত স্থাপন হবে, তাতে করে ভবিষ্যতে কেউ অর্থের অভাবে চিকিৎসার অভাবে অসহায়ের মতো মারা যাবে না***

You cannot copy content of this page