ঢাবিতে ‘বিজয় বাতায়ন ৫২ থেকে ৭১’ স্থাপনার উদ্ভোদন

'বিজয় বাতায়ন ৫২ থেকে ৭১' স্থাপনার উদ্ভোদন

আজ ১৬ ডিসেম্বর, ২০২০ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ” বিজয় বাতায়ন ৫২ থেকে ৭১” স্থাপনাটির শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

স্থাপনাটির প্রেক্ষাপট হলো ৫২ এর ভাষা আন্দোলন থেকে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে ফজলুল হক মুসলিম হলের ছত্ররা কংক্রিট দৃঢ় মনোবল নিয়ে যাত আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছিল, বাতায়ন খুলে দেখা গেল তাদের উপহারই সবুজ শ্যামল সোনার বাংলা তাদের অবদানকে স্নরনীয় রাখার জন্যেই এই স্থাপনাটি করা হয়েছে বলে ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. শাহ মো. মাসুম জানান।

You cannot copy content of this page