আঙ্কারায় বঙ্গবন্ধু’র এবং ঢাকায় আতাতুর্কের ভাস্কর্য বানাবে তুরস্কঃ রাষ্ট্রদূত

ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য

মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।
তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

 

বুধবার (০২ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, “বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি আমরা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবো।

বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের প্রতীক আর কামাল আতাতুর্ক হচ্ছেন তুরস্কের প্রতীক। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করবো।

আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকায় কামাল আতাতুর্ক এভিনিউয়ে কামাল আতাতুর্কের। শিগগিরই এই ভাস্কর্য স্থাপন করা হবে।

ইস্তাম্বুল ও চট্টগ্রামেও এ ধরনের কিছু করা যায় কি না তা নিয়েও আমরা আলোচনা করেছি। ”
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিল। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক। আমরা আজকে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা করেছি। এই মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন। ”

তিনি বলেন, “সার্বিকভাবে শুধু মুজিববর্ষ নয়, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সে উপলক্ষেও কীভাবে আমরা মিডিয়া ও জার্নালিস্টদের প্রশিক্ষণ আদান-প্রদান করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। ”

যদিও গতবছরের ২০ মে আঙ্কারায় অনুষ্ঠিত বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র দপ্তরের তৃতীয় দুই দেশের তৃতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ সভায় সিদ্ধান্ত হয় তুরস্কের রাজধানী আঙ্কারার বঙ্গবন্ধু ব্যুলভার্ড নামে গুরুত্বপূর্ণ একটি সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য খুব শিগগিরই স্থাপন করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী এবছরের ৩০ অক্টোবর ঢাকায় আতাতুর্কের ভাস্কর্য আনা হয়।

ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য
ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য

সেটি রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে স্থাপন করবে তুরস্ক।

আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য
তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য। তিন বছর আগে আঙ্কারা সফরের সময় ছবিটা তুলেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান। তার প্রোফাইল থেকে নেয়া।

 

You cannot copy content of this page