“শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে” গুজব: শিক্ষামন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রনালয় বা সংশ্লিষ্ট কারো দ্বারা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

আজ (৩০ নভেম্বর) তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এর উদ্ধৃতিতে শিক্ষামন্ত্রণালয়ের ফেসবুক পেজে এবিষয়ে প্রচারিত খবরের একটি প্রতিবাদ পোস্ট করা হয়।

এতে বলা হয়-
“শিক্ষা মন্ত্রনালয় বা সংশ্লিষ্ট কেউ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে কোনো মন্তব্য করেননি। দৈনিক ইনকিলাব পত্রিকায় ২৯ নভেম্বর ২০২০ তারিখে “শিক্ষামন্ত্রীর বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনিসংকেত” শিরোনামে প্রকাশিত সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈশা শাহেদী শিক্ষা মন্ত্রী মহোদয়ের বরাত দিয়ে দাবি করেছেন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা কে বাদ দেয়া হবে। যা ভিত্তিহীন ও গুজব। বস্তুতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে মন্তব্য করেননি। তাই এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হল।”

এছাড়া গতকাল চরমোনাই পীর রেজাউল করীম এস এস সি তে ইসলাম শিক্ষা বাদ দিলে মেনে নেয়া হবেনা বলে মন্তব্য করেছিলেন।

নতুন শিক্ষাক্রমের বিস্তারিত পড়ুন এখানে- কমবে পরীক্ষা, মূল্যায়নে বড় পরিবর্তন

You cannot copy content of this page