নর্থ সাউথ ছাত্রীর আত্মহত্যা

ফাকিহা নুর

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসায় খন্দকার ফাতিহা নুর (২২) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাকিহা নুরের ফুফাতো বোন ইফাত আরা এলিট জানান, তারা উত্তরা ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্নাতকে পড়াশোনা করত।

মা সাবিনা রোজীর সঙ্গে থাকতেন, বাবা খন্দকার আনোয়ার হোসেন থাকেন অন্য জায়গায়।

ইফাত আরও জানান, সকালে মা ঘুম থেকে জেগে দেখতে পান তার একমাত্র মেয়ে গলায় ফাঁস দিয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনেরা এসে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন -তা এখনো জানা যায়নি।

তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

You cannot copy content of this page