আহসান কবির শরীফ 21st July 2024

অন্য নাম আহসান। পুরো নাম আহসান কবির শরীফ। ওকে আমি চিনি কাজের সূত্রে। ও কোন এক সময় আমার সাথে আকিজ গ্রুপে কাজ করতো ।

তারপর আমরা একসাথে গ্লোব সব ড্রিঙ্ক লিমিটেড এ কাজ করলাম তারপর বেশ কিছুদিন একসাথে কাজ করলাম এপেক্স ফুটওয়্যার লিমিটেডে। বিশ্বাস করেন ছবিতে ও যেভাবে হাসছে বাস্তবেও এমনিতেই ওইভাবেই হাসতো।

ওকে আমি মুখ গোমরা করা অবস্থায় খুব অল্প সময় দেখেছি। চাকরিজীবনের অনেকটা সময় ওর আর আমার একসাথে কেটেছে। ও আমার টিমে আমার আন্ডারে কাজ করতো।

যদি কোন কারণে বাসার কাজে গাড়ি না আসতো ও আমাকে বাসায় নামিয়ে দিত। অনেক দুষ্টামি ফাজলামি অনেক কিছু ওর সাথে। খুবই কষ্ট করা এবং পরিশ্রমী একটা ছেলে।

গত মাসের ১৮ তারিখ ও আমাকে ফোন দিয়েছিল।ব্যস্ততার কারণে ফোনটা ধরতে পারি নাই। ফোনটা ধরলে অবশ্যই বলতো ভাইয়া সাবধানে থাকেন বাইরে কিন্তু অবস্থা ভালো না।

নিজেও নাকি এই গ্যাঞ্জামের মধ্যে তিন দিন বের হয় নাই। ২১ তারিখ দুপুরবেলা খাবার পরে বাসা থেকে বের হয়। আমি বুঝতে পারছিলাম কেন এই হয়তোবা বের হয়েছিল। বাসায় প্রেগন্যান্ট বউ তাই হয়তো বা চায়ের দোকানে বের হয়েছিল।

ঐদিন ওর আর বাসায় ফেরা হয়নি। আকাশ থেকে নাকি একটা গুলি আসছে। হ্যাঁ সত্যি আকাশ থেকে যেন ভুলে আসছে একটা বুলেট। একাধিক সূত্র যেহেতু বলেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি আমি ধরে নিচ্ছি বেহেস্ত থেকে কেউ গুলি করেছিল।

এসান ওর বাচ্চাকে আর কোনদিন দেখতে পারবে না। ওর বাচ্চা কেমন হবে ও কোনদিনও বলতে পারবে না। বাট ও যেখানে থাকবে ভালো থাকবে।

ওর মৃত্যুর কথা আমি যে কয়জনকে জানিয়েছি সেই হাউমাউ করে কেঁদে উঠেছে। ওকে গ্লোব এ থাকতে আমার নাম দিয়েছিলাম টাইগার শরীফ। ফেসবুকের মাধ্যমে সবাই একটু জানিয়ে দিলাম টাইগার জিন্দা নেহি হে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো থেকো।

Just for an update he died on 21st July 2024 around 3:30 pm In front of his house in a small Tea stall and he was buried on the same day around 7pm.

– জোহেদ আহমেদ

You cannot copy content of this page