খুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন স্কিল প্রতিযোগিতা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির আয়োজনে শুরু হতে যাচ্ছে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিল প্রতিযোগিতা। আগামী ২৫ শে আগস্ট শুরু হয়ে দুইদিন ব্যাপী “Talking Titans – Speak to Lead” প্রোগ্রামটি শেষ হবে আগামী ২৭ শে আগস্ট।

প্রোগ্রাম এর প্রথম দিনে থাকবে নির্দিষ্ট বিষয়সমূহের উপর প্রতিযোগিতা ও এবং দ্বিতীয় দিন থাকবে তিনটি বিষয় এর উপর সেশন।
উক্ত সেশনে উপস্থিত থাকবেন দেশের স্বনামধন্য এডুকেশনাল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ও ই-লার্নিং প্লাটফর্ম টেন মিনিট স্কুলের পরিচিত মুখ সাদমান সাদিক

ক্লাব সূত্রে জানা যায়, প্রথম দিনের প্রতিযোগিতার বিষয় হিসেবে থাকবে জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে তেল সংকট, রুশ-ইউক্রেন যুদ্ধ, নবায়নযোগ্য জ্বালানি, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, দেশের অর্থনৈতিক কাঠামো, বেকারত্বের পিছনে প্রযুক্তির ব্যবহার, চতুর্থ শিল্প বিল্পব, লিঙ্গ বৈষম্য, বিচার ও শান্তির আন্তসম্পর্ক।

এছাড়া দ্বিতীয় দিনের তিনটি সেশন নির্ধারণ করা হয়েছে পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন স্কিল ও সিভি রাইটিং।

উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, মূল্যবান বই, মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট। সেই সাথে অংশগ্রহণকারী সবাই পাবেন পার্টিসিপেশন সার্টিফিকেট। এর পাশাপাশি বিজয়ীরা প্রোগ্রাম এর অতিথির সাথে আলাদা ভাবে তাদের বিশেষ পরামর্শ গ্রহনের সুযোগ পাবেন ।

সংগঠনটির সভাপতি মেহেরাব হোসেন বলেন, আমাদের জীবনে পাবলিক স্পিকিং এর গুরুত্ব অপরিসীম,যা ব্যাখ্যা করে বলা সম্ভব নয়।
পাবলিক স্পিকিং কথায় মাধুর্যতা আনে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে পাবলিক স্পিকিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেতৃত্বের গঠন ও বিকাশে পাবলিক স্পিকিং একটি অন্যতম ভূমিকা পালন করে । শিক্ষাজীবন থেকেই পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করতে আমাদেরই এই আয়োজন ” Talking Titans – Speak to Lead

You cannot copy content of this page