শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন, আন্দোলনে একত্মতা প্রকাশ

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন, আন্দোলনে একত্মতা প্রকাশ

গত ১৫ ও ১৬ জানুয়ারি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর প্রশাসনের সহায়তায় রাজনৈতিক ও পুলিশি হামলা চালানো হয়। এই হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়ে সকলের পক্ষ থেকে তাদের প্রতিবাদ ব্যক্ত করেন। সকল বিশ্ববিদ্যালয়ে যেন ভবিষ্যতে এধরণের হামলা না হয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতি বন্ধ হয় তারা এই দাবি করেন। এছাড়াও বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন এবং বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করার মাধ্যমে মানববন্ধন শেষ করেন।

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এ সাধারণ শিক্ষার্থীদের উপর রাজনৈতিক ও পুলিশি হামলার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের হলের প্রশাসন কর্তৃক ছাত্রীদের ন্যায্য দাবি উপেক্ষিত হলে, ছাত্রীরা তিন দফা দাবি ও প্রভোস্ট বডির পদত্যাগ এর জন্য আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে প্রশাসন এর উপস্থিতিতে আন্দোলনরতদের উপর ছাত্রলীগ হামলা করে। ছাত্রদের মারধর ও ছাত্রীদের হেনস্তা করা হয়।

এঘটনায় শাবিপ্রবির ছাত্রছাত্রীরা উপাচার্যকে অবরুদ্ধ করলে তাদের উপর পুলিশ দ্বারা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এঘটনায় বিশ্ববিদ্যালয়টিতে এখনো আন্দোলন চলমান।

You cannot copy content of this page