নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেনন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক শান্তিচুক্তিতে মধ্যস্থতা করে তিনি এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

এবার এই পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেন নরওয়ের রাজনীতিবিদ টিব্রিং-জেড্ডে।

গত ১১ আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সংযুক্ত আরব আমিরাত।

এই দু’দেশের ‘ঐতিহাসিক চুক্তির’ কথা ঘোষণা করেন ট্রাম্প।

প্রতি বছর অক্টোবরে নরওয়েজিয়ান নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার পাওয়া ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে।

এ পুরস্কার প্রবর্তনের উদ্দেশ্য ছিল, বিশ্বজুড়ে হানাহানি আর সংঘাত বন্ধে সত্যিকার অর্থে যারা অবদান রেখেছেন বা রাখছেন, তাদের পুরস্কৃত করে শান্তির সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়া।

সূত্র : স্কাই নিউজ ও ফক্স নিউজ

You cannot copy content of this page