৭ মেঃ বাংলাদেশে প্রকৌশল দিবস যেভাবে শুরু হলো

বাংলাদেশের প্রকৌশলীরা প্রতি বছর ৭ মে ইঞ্জিনিয়ার্স ডে পালন করে । এ উপলক্ষে থাকে বিস্তারিত কর্মসূচি।

এই দিনটি মূলত  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রতিষ্ঠাবার্ষিকী।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন। যা সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ দ্বারা নিবন্ধিত।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় পেশাজীবী সংগঠন। আইইবিতে বর্তমানে সকল প্রকৌশল বিভাগ অন্তর্ভুক্ত।

সংগঠনের শুরু থেকেই আইইবি প্রকৌশল ও বিজ্ঞানের জ্ঞান এবং অণুশীলন প্রচার করছে। আইইবির প্রধান লক্ষ্য হল পেশাদার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা এবং দেশের প্রকৌশলীদের ক্রমাগত পেশাদারী উন্নয়ন সাধন করা।

এটি দেশের ও বিদেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের ঘনিষ্ঠতা স্থাপন এবং সহযোগিতার কাজ নিরলসভাবে করে যাচ্ছে।

যদিও বর্তমানে  তাদের পেশাদারিত্ব এবং দেশীয় প্রকৌশলীদের অধীকার প্রাপ্তির ক্ষেত্রে করণীয় নিয়ে সবার মধ্যেই প্রশ্ন জাগছে।

ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য পতনের পর এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই কয়েকজন উর্ধ্বতন প্রকৌশলী, প্রকৌশলীদের একটি পেশাদার ফোরাম প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

ফলশ্রুতিতে ১৯৪৮ সালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর দপ্তর ছিল ঢাকা, বাংলাদেশে। ১৯৪৮ সালের ৭ই মে পাকিস্তানের গভর্নর জেনারেল ঢাকাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, স্থাপন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, পাকিস্তান এর নাম পরিবর্তন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ রাখা হয়।

“ইঞ্জিনিয়ার্স ডে” তে দেশের এবং দেশের বাহিরের সকল ইঞ্জিনিয়ারদের প্রতি “ইঞ্জিনিয়ার’স ডায়েরি ” এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

এক নজরে জেনে নেয়া যাক পৃথিবীর অন্যান্য দেশের ইঞ্জিনিয়ার্স ডে পালনের তারিখঃ

  • আর্জেন্টিনায় প্রকৌশল দিবস পালন করা হয় ১৬ জুন। লুইস অগাস্ট হার্গো নামে এক ব্যক্তি ১৮৭০ সালে আর্জেন্টিনার প্রথম প্রকৌশলী হবার জন্য দিবসটি পালন করা হয়।
  • কলম্বিয়ায় প্রকৌশল দিবস পালন করা হয় ৯ আগস্ট।
  • ভারতে প্রকৌশল দিবস পালন করা হয় ১৫ সেপ্টেম্বর
  • ইরানে প্রকৌশল দিবস পালন করা হয় ২৪ ফেব্রুয়ারি।
  • মেক্সিকোতে প্রকৌশল দিবস পালন করা হয় ১ জুলাই
  • ভেনিজুয়েলাতে প্রকৌশল দিবস পালন করা হয় ২৮ অক্টোবর।
  • পানামাতে প্রকৌশল দিবস পালন করা হয় ২৬ জানুয়ারী।
  • ইতালীতে প্রকৌশল দিবস পালন করা হয় ১৫ জুন।
  • তাইওয়ানে প্রকৌশল দিবস পালন করা হয় ৬ জুন
  • পেরুতে প্রকৌশল দিবস পালন করা হয় ৮ জুন
  • যুক্তরাষ্ট্রে প্রকৌশল দিবস পালন করা হয় ৪ জুন।
  • চিলিতে প্রকৌশল দিবস পালন করা হয় ১৪ মে
  • নেপালে প্রকৌশল দিবস পালন করা হয় ১৮/১৯ জুলাই(৩ শ্রাবণ)।

যোগ দিন আমাদের কমিউনিটি গ্রুপে

You cannot copy content of this page