ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না: জয়

আল নাহিয়ান খান জয়।

ছাত্রলীগের কোন নেতাকর্মী চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

সোমবার বিকেল ৪টার পর শুরু হওয়া এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জয় বলেন, আজকে ছাত্রলীগকে চাঁদাবাজি-টেন্ডারবাজি বলা হয়। প্রকৃতপক্ষে ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না। জিয়াউর রহমান ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়ে চাঁদাবাজি-টেন্ডারবাজি চালু করেছিলেন।

এরই ধারাবাহিকতা তারই পুত্র তারেক রহমান ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য একই ধারা অব্যহত রেখেছিলেন।

শেখ হাসিনা বলেন, অস্ত্র তুলে দিয়ে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিলেন জিয়াউর রহমান।

You cannot copy content of this page