বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে খুবির নতুন অফিস টাইম নির্ধারিত হলো

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি প্রজ্ঞাপন, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পত্রের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সঞ্চালনায় অফিস সময় পুনঃনির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

মতবিনিময় সভায় সরকারি উল্লিখিত ঘোষণা ও পত্রের বিষয় নিয়ে আলোচনা করা। আলোচনা শেষে খুবির অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়।

You cannot copy content of this page