খুবির চেতনা’৭১ এর নতুন নেতৃত্বে রেজওয়ান ও সাকিব

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠন চেতনা-৭১ এর ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ ১৭ই সেপ্টেম্বর “এসো হে নবপ্রানে” নামক সাংস্কৃতিক
অনুষ্ঠানে এই কমিটি ঘোষনা করা হয়।

উক্ত কমিটিতে ইংরেজি ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহম্মেদকে সভাপতি ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের একই বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিবকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক রাজু রায় ও সাবেক নেতৃবৃন্দ।

১৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি কাজী তানভীর আহমেদ ও মোঃ রাসেল রায়হান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেন, অর্থ সম্পাদক মো: সাইফুল্লাহ খালিদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুবায়ের, সাংস্কৃতিক সম্পাদক তাসনিয়া জামান শাশ্বতী, দপ্তর সম্পাদক মোঃ শাহরিয়ার শরিফ (ফাবিদ), সহ দপ্তর সম্পাদক মেহেতা খান, প্রকাশনা সম্পাদক মো: আসিফ ইনজামান হৃদয়, সহ প্রকাশনা সম্পাদক মো: শোয়েবুর রহমান শামীম, জনসংযোগ ও প্রচারণা সম্পাদক প্লাবন কুমার সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক চুমকী হালদার ও সহ- শিক্ষা ও গবেষণা সম্পাদক মিরাজুল ইসলাম।

এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন সাব্বির ইসলাম, আবির আহমেদ, সৈয়দ কাশেম আলী ও শাহীন হোসেন।

You cannot copy content of this page